বিষয়টিকে ‘নিরামিষতন্ত্রের দমনপীড়ন’ হিসেবে দেখছেন প্রাক্তন সাংসদ তথা আমলা জহর সরকার। তাঁর কথায়, “আমি জানতাম এই রকম জুলুম হবে। বারংবার প্রমাণ হচ্ছে যে, নিরামিষাশীরা কিছুতেই ভারতের ৩০ শতাংশের বেশি নয়, অথচ সেখানে তারা ক্রমাগত ৭০ শতাংশ আমিষাশীদের ওপর দাদাগিরি চলিয়ে যাচ্ছে — একমাত্র রাজনৈতিক শক্তির জোরে। হিন্দি হিন্দু হিন্দুত্ব কায়েম করার জন্যে উঠেপড়ে লেগেছে।” তাঁর কথায়, “হিন্দু ধৰ্ম বরাবর বহুত্বে বিশ্বাস করে এসেছে কিন্তু এখন তাকে সঙ্কীর্ণ একরূপ অভিন্ন ব্র্যান্ডে পরিণত করা হচ্ছে। আহারের স্বাধীনতা সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। মাছ বাঙালিদের শুধু খাদ্য নয়, আমাদের সংস্কৃতির প্রতীক। ইচ্ছাকৃত ভাবে আমাদের হেনস্থা আর অপমান করা হচ্ছে আর এর পিছনে আরএসএস, বিজেপি কর্তাদের ইন্ধন নিশ্চয় আছে।”